দৈনিক বাঙালীর কণ্ঠ সাহিত্য সম্মাননা ২০১৯ পেয়েছেন কথাসাহিত্যিক শাহমুব জুয়েল। কবি ও সম্পাদক জায়েদ হোসেন লাকীর তত্ত্বাবধানে ঢাকাস্থ কাঁটাবনের দিপনপুরে ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত কবিতা উৎসব ২০১৯ অনুষ্ঠানে এ পুরষ্কার তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী।
তার নির্বাচিত প্রবন্ধ গ্রন্থ কথাসাহিত্যে রাজনৈতিক দর্শন ও বিবিধ প্রবন্ধ। গ্রন্থটির প্রকাশক দেশ পাবলিকেশন্স।
এ গ্রন্থের জন্য প্রবন্ধ শাখায় তিনি পুরষ্কারটি লাভ করেন। এর আগেও বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি ফোরাম, ছায়াবানী মিডিয়া কমিউনিকেশন, চাঁদপুর বিজয় মেলা স্বরচিত কবিতা প্রতিযোগিতা সম্মাননা, কাব্যকথা সাহিত্য পরিষদ-এর পক্ষ থেকে সাহিত্যের বিবিধ শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছেন।
তিনি শৈশবকাল থেকেই সাহিত্য চর্চায় নিয়োজিত রয়েছেন। ইতোমধ্যে তার কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার সম্পাদিত বহুল আলোচিত লিটলম্যাগ বর্ণিল।
প্রেস বিজ্ঞপ্তি, ২২ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur