Home / সারাদেশ / কোনো শিক্ষার্থী যেন স্নেহ থেকে বঞ্চিত না হয় : ড.আবদুল মান্নান
কোনো শিক্ষার্থী যেন স্নেহ থেকে বঞ্চিত না হয় : ড.আবদুল মান্নান

কোনো শিক্ষার্থী যেন স্নেহ থেকে বঞ্চিত না হয় : ড.আবদুল মান্নান

শিক্ষা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাধ্যমিক) পরিচালক প্রফেসর ড. মো.আবদুল মান্নান বলেন,‘ শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী আপনাদের প্রয়োজনকৃত শিক্ষকদের জন্য আবেদন করুন। অনেক প্রতিষ্ঠানেই শিক্ষক সংকট রয়েছে। এ ব্যাপারে সরকার চেষ্টা করছে। নিয়ম মাফিক হলে শাখার অনুমতি পাবেন। কারণ বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। কোনো শিক্ষার্থী যেন আপনার স্নেহ থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে। তাদের সাথে আর্থিক লেনদেন আপনারা করবেন না। সকল শিক্ষার্থীকে বড়,ছোট বিচার না করে সবাইকে এক দেখবেন। আপনাদের স্নেহ পেলে তারা ভালো মানুষ,ন্যায় পরায়ল ও যোগ্যতা সম্পন্ন হয়ে উঠবে।’

চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (২০ জুলাই) বিকেলে বিকাল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাধ্যমিক) পরিচালক প্রফেসর ড.মো.আবদুল মান্নান এ কথা বলেন ।

‘ শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ’এ শ্লোগানে চাঁদপুর জেলার সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন,‘ সারাদেশে যতগুলো স্কুল রয়েছে তার জাতীয়করণের হিসাব সরকারের কাছে রয়েছে। কোনো প্রতিষ্ঠানকে বাদ দিয়ে সরকার কিছুই করতে চান না। যদি কেউ এমন চিন্তা করেন তা ভুল হবে। ১৯৮৪ সালে এমপিও ভুক্তি শুরু হয়।এক সময় শিক্ষার্থীদের বেতন থেকে শিক্ষকদের বেতন প্রদান করা হত। আপনারা হয়তো ভাবতে পারেন যে সকল প্রতিষ্ঠান দরখাস্থ
করেছে সব প্রতিষ্ঠানই এমপিও ভুক্ত হবে তা কিন্তু নয়।’

তিনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সম্পর্কে বলেন,‘ তিনি যৌক্তিক ও ন্যায় পরায়ন মানুষ। তাই ওনার কাছে যৌক্তিক কোনো কিছুই বাদ থাকবেন না। তিনি আপনাদের এলাকার মানুষ ।তাই তাঁর কাছে যৌক্তিক বিষয় তুলে ধরেন তাতে অবশ্যই সহযোগিতা পাবেন।’

জেলা শিক্ষা অফিসার শফি উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো.ওয়াহিদদুজ্জামান, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.মোশাররফ হোসেন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ হোসেন,ফরিদগঞ্জ এ আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আমিন,গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন।

জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো.মাসুদুল আলম ভূঁঞার পরিচালনায় জেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

এদিকে সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ঢাকা) এর পরিচালক প্রফেসর ড. মো: আবদুল মান্নান। সকল সা‌ড়ে ৮ টায় প্রথ‌মে হাসান আলী সরকা‌রি উচ্চ ‌বিদ্যাল‌য়, মাতৃপীঠ সরকা‌রি বা‌লিকা উচ্চ ‌বিদ্যাল‌য়, চাঁদপুর সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় ও অাল অামীন একাডেমি স্কুল এন্ড কলেজ, পুরান বাজার মধুসুদন উচ্চ বিদ্যালয়, পুরান বাজার বা‌লিকা উচ্চ বিদ্যালয় ও গ‌ণি অাদর্শ উচ্চ বিদ্যালয় প‌রিদর্শন ক‌রেন।

এ সময় শিক্ষক ও শিক্ষার্থী‌দের উদ্দেশ্যে ব‌লেন,‘ প্রথ‌মেই তোমা‌দের স্বাস্থ্য ভাল রাখ‌তে হ‌বে। স্বাস্থ্য ভাল থাক‌লে শরীর মন দু‌টোই ভাল থাক‌বে তাহ‌লে তোমরা পড়াশুনাসহ সকল কা‌জে প্রাণ পাবে। যারা সকা‌লে নাস্তা ক‌রে স্কু‌লে অসস‌নি তারা এ কাজ‌টি অার কখ‌নো কর‌বে না। তি‌নি ব‌লেন, ‘ষষ্ঠ থে‌কে নবম শ্রে‌ণির যে বইগু‌লো অছে তার সম্পাদনা প‌রিষদে আমার নাম দেখ‌তে পা‌বে। তোমা‌দের অানন্দ পাঠ বই‌টির নামকরণ ক‌রি আমি । আমি তোমাদের জন্য অ‌নেকগু‌লো বই লি‌খে‌ছি। তোমা‌দের নিয়ে ১৩-১৪ বছর কাজ কর‌ছি । আমি মতলব উত্ত‌রের নদীর পা‌ড়ের ছে‌লে।’

শিক্ষার্থী‌দের উ‌দ্দে‌শ্যে তি‌নি আরো ব‌লেন, তোমরা জা‌তির পিতার অসাপ্ত জীবনী পড়‌বে তাহ‌লে দে‌শের স্বাধীনতা সম্প‌র্কে বিষদভা‌বে জান‌তে পার‌বে। আমাদের সময় শিশুরা অপু‌ষ্ঠি‌তে কা‌টি‌য়ে‌ছি কিন্তু অাজ দেশ স্বাধীন হওয়ায় পর সকল কিছু‌তে উন্নয়‌নের ছোঁয়া লে‌গে‌ছে।

হাসান অালী সরকা‌রি উচ্চ ‌বিদ্যাল‌য়ের প্রধানশিক্ষক মোহাম্মদ হো‌সেনের সভাপ‌তি‌ত্বে উপ‌স্থিত ছি‌লেন জেলা মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা মো.শ‌ফি উ‌দ্দিন,দা‌য়িত্বপ্রাপ্ত সহকারী প্রধানশিক্ষক সুলতানা ফের‌দৌস অারাসহ শিক্ষক শি‌ক্ষিকাগণ।

অনুষ্ঠান পরিচালনা ক‌রেন ক‌রেন অাব্দুল্লা অাল মামুন। মাতৃপীঠ সরকা‌রি বা‌লিকা উচ্চ ‌বিদ্যাল‌য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণ কৃ‌ষ্ণের সভাপ‌তিত্বে উপ‌স্থিত ছি‌লেন জেলা মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা মো. শ‌ফি উ‌দ্দিন, দা‌য়িত্বপ্রাপ্ত সহকারী প্রধানশিক্ষক ফজলুল রহমান। প‌রিচালনা ক‌রেন সহকারী শিক্ষক মো.মাসুদুর রহমান।

অাল অা‌মিন স্কুল এন্ড ক‌লে‌জের অধ্যক্ষ্ ড.ক‌র্নেল অব.শাহাদাৎ সিকদারের সভাপ‌তি‌ত্বে বক্তব্য রা‌খেন জেলা মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা মো.শ‌ফি উ‌দ্দিন, মাধ্য‌মিক শাখার সমন্বয়কারী ফারুকুল ইসলাম। প‌রিচালনা ক‌রেন ক‌লে‌জের শিক্ষক শিহাব উ‌দ্দিন সেলিম। বি‌কে‌লে জেলা শিল্পকলা একা‌ডেমিতে তিনি জেলার সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মত বিনিময় সভায় যোগদান করেন।

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০১৯

এজি