ফরিদগঞ্জ উপজেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৯২.৭৪%। চলতিবছরের এইচএসসি পরীক্ষায় ৮টি মহাবিদ্যালয়ের ১ হাজার ৭ শ’৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ১ হাজার ৬ শ’২৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
১৭ জুলাই বুধ বার প্রকাশিত ফলাফল থেকে দেখা যায়, এইচএসসিতে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। তন্মধ্যে, ২৬ জন জিপিএ-৫ পেয়েছে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রী কলেজ থেকে। বাকি ২ জন চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের।
মহাবিদ্যালয়গুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ থেকে ৩৮৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তন্মধ্যে ৩৬৮ জন কৃতকার্য হয়। পাসের হার ৯৬.০৮%।
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রী কলেজে ৪০৬ জনের মধ্যে ৩৯২ জন পাস করে। পাসের হার ৯৬.৫৫%। গল্লাক আদর্শ কলেজের ২৬৭ জনের বিপরীতে পাস করে ২৩৮ জন। পাসের হার ৮৯.১৩%।
কালির বাজার কলেজের ৯২ জনের মধ্যে পাস করে ৮৩ জন। পাসের হার ৯০.২১%। চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৩০৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তন্মধ্যে ২৮১ জন কৃতকার্য হয়।
পাসের হার ৯০.৯৩%। চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৮৪ জনের মধ্যে ৬৭ জন পাস করে। পাসের হার ৭৯.৭৬%। লাউতলী ডা.রশিদ আহম্মেদ স্কুল এন্ড কলেজের ৭৩ জনের বিপরীতে পাস করে ৬৬ জন। পাসের হার ৯০.৪১%। শোল্লা স্কুল এন্ড কলেজের ১৩৭ জনের মধ্যে পাস করে ১২৯ জন। পানের হার ৯৪.১৬%।
এদিকে,আলিম পরীক্ষায় পাশের হার ৯৪.১১%। চলতি বছরের আলিম পরীক্ষায় উপজেলার ২৭টি মাদ্রাসার ৬৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ৬৪০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১২ টি।
উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত এইচএসসি তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে’র মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেয়া হয়।
মো.শিমুল হাছান
১৭ জুলাই ২০১৯