কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে মোবাইল চুরির অভিযোগে ৮ বছরের এক শিশুকে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতন করা হয়েছে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। অবিলম্বে তারা দোষীদের স্বাস্তি দাবি করে মিছিলও করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যানন্দ ইউনিয়নের চতুরায় মোবাইল চুরির সন্দেহে ৮ বছরের শিশু জুয়েল রানার হাত-পাঁ বেধে বেধড়ক মারধর করেছে উক্ত গ্রামের কপিল বকসির দুই পুত্র নৌ ও সেনা সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানায় কপিল বকসির বড় ছেলের একটি ফোন হারিয়ে গেলে সে পাশের বাড়ির জুয়েল রানাকে সন্দেহ করে এবং তাকে বাড়িতে নিয়ে এসে প্রকাশ্যে রশি দিয়ে বেঁধে তার বুকের উপর পাঁ তুলে দিয়ে লাঠি-সোটা দিয়ে বেধরক মারপিট করে। এত জুয়েলের অবস্থা গুরুতর হলে তাকে নিয়ে সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতালে ডাক্তার বলেন, জুয়েলের শরীরের অনেক জায়গায় ফেটে গেছে ফলে তাকে দ্রুত চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
তবে এলাকাবাসীর আশংকা বকশির ছেলেরা আইনের লোক হওয়ায় তাদের কোনো স্বাস্তি হবেনা।
রাজারহাট থানার ওসি মো. আব্দুর রশিদ জানান, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ ডেস্ক : আপডেট ৯:৫০ পিএম, ০৬ মে ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur