Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ কালিরবাজারে রাতে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি
ফরিদগঞ্জ কালিরবাজারে রাতে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

ফরিদগঞ্জ কালিরবাজারে রাতে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

ফরিদগঞ্জ কালিরবাজারে আবারও ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৬ জুলাই ) দিবাগত গভীর রাতে দক্ষিণ মাথায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে ৬ টি দোকানের সম্পূর্ণ মালামাল ও অবকাঠামো পুড়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

সূত্র জানায়, রাত আনুমানিক  ভোর  চারটাায় আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই  দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাটি মসজিদের মাইক থেকে ঘোষণা করলে আশ-পাশের লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ব্যবসায়ীদের মতে এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে ।

এক পর্যায়ে চাঁদপুর জেলার নতুন বাজার ও পাশ্ববর্তী রায়পুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

এরই মধ্যে মেসার্স হক ট্রেডার্সের দু’ টি দোকান,একটি টিনের দোকানে প্রায় ৫ লাখ  টাকার টিন ছিল আরএকটি সিমেন্টের গোডাউন প্রায় ৩ লাখ টাকার সিমেন্ট ছিল । মাহবুব ফারর্মেসিতে প্রায় দু’ লাখ টাকার ওষুধ ও আনোয়ার ভ্যারাইটিজ স্টোরে এন্ড ফুড সেলাররে ১০ লাখ টাকার বিভিন্ন ধরনের মালামাল ছিল । কলিমুল্ল্যাহ বেডিংস্টোরে তুুলো ধুনার মেশিন সহ প্রায় ৩ লাখ  টাকার মালামাল ও রায়হান অট ওয়াকসবের প্রায় ৩ লাখ টাকার মালামাল মালমাল পুড়ে চাই হয়ে যায়।

এ সময় আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনোয়ার ভ্যারাইটিজ স্টোরের মালিক মো.আনোয়ার হোসেন বলেন,‘চোখের সামনে মালামালসহ আমার দোকানটি পুড়ে যাচ্ছে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমার জীবনের অর্জিত পুঁজি ও লোন করা টাকা এবং আত্মীয়দের কাছথেকে দার করা টাকা এনে মালামাল কিনেছি। মূহুর্তের মধ্যে পুড়ে নিঃশ্বেস হয়ে গেলো। আমি এখন এ সব টাকা কী করে পরিশোধ করবো ।’

আগুন লাগার খবর পেয়ে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো.সাইফুল ইসলাম সোহেল ও আলমগীর হোসেন রিপন ও সংরক্ষিত মহিলা প্রার্থী রাবেয়া বেগম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্তনা দিয়ে যান।

চাঁদপুর নতুন বাজার ফায়ার সার্ভিসের স্টেশন সহকারী ফরিদ আহম্মেদ বলেন,‘চাঁদপুরের ও রায়পুর থেকে আসা দু’টি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত শেষে বলা যাবে।’

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোবাইল ফোনে দিনের ৩ টায় কালিরবাজার আগুনের বিষয় জানতে চাইলে তিনি জানান,এ বিষয়ে আমাকে কেউ কালিরবাজারে আগুন লাগার ঘটনা যানায় নি । আর আমি তো সারা দিন ঔ এলাকার পাশেই ছিলাম বলে জানান। আমি বিষয়টি জানার চেষ্টা করছি ।

মো.শিমুল হাছান
১৭  জুলাই ২০১৯