Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশে সঞ্চিত টাকা ফিরে পেলেন ফরিদগঞ্জের ১১২ পরিবার
news-followup-fariganj

চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশে সঞ্চিত টাকা ফিরে পেলেন ফরিদগঞ্জের ১১২ পরিবার

অবশেষে ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের ১১২ টি পরিবার তাদের সঞ্চিত টাকা ফিরে পেয়েছেন নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১শ’ ১২ জনের সঞ্চিত মোট ৫ লাখ ৩৭ হাজার ৬শ’ টাকা, গত ৯ জুলাই মঙ্গলবার বুঝে নিয়েছে ফরিদগঞ্জ উপজেলা মহিলা অধিদপ্তর।

বুধবার (১৭ জুলাই) এসব টাকা সংশ্লিষ্টদের কাছে বিতরণ করা হয়।

গত ২৮ জুন চাঁদপুর টাইমসে রুপসা দক্ষিণ ইউনিয়নের ১শ’ ১২টি হতদরিদ্র পরিবার তাদের সঞ্চিত টাকা পাচ্ছে না শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হওয়ার পর টনক নড়ে সংশ্লিষ্টদের। অবশেষে গরিবদের সঞ্চিত সকল টাকা ফিরে পাওয়ার ব্যবস্থা হওয়ায় তাদের মাঝে স্বস্তি বিরাজ করতে দেখা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গরিবের জন্যে সরকারের ভিজিডি কার্ডের অনুকূলে প্রতিমাসে বিনামূল্যে ৩০ কেজি চাল নেয়ার সময় প্রত্যেককে সঞ্চিত হিসেবে ২শ’ টাকা জমা দিয়ে চাল নিতে হয়। অর্থাৎ ওই টাকা প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা মহিলা অধিদপ্তরে জমা দেয়ার নিয়ম রয়েছে। এই টাকা মহিলা অধিদপ্তর ও ইউএনও’র যৌথ একাউন্টে ব্যাংকে জমা রাখা হয়। দু বছর পর ব্যাংক থেকে ওই টাকা তুলে প্রত্যেকের প্রাপ্য টাকা প্রদান করে উপজেলা মহিলা অধিদপ্তর।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৬নং দক্ষিণ রূপসা ইউনিয়নে গরিবের মাঝে বিনামূল্যে প্রতিমাসে ৩০ কেজি চাল দিতে মোট ১১২ জনের নামে ভিজিডি কার্ড রয়েছে। এক পরিসংখ্যানে দেখা যায়, কার্ডধারী প্রত্যেকে ২শ’ টাকা করে সঞ্চিত টাকার পরিমাণ গত দু বছরে হয় মোট ৫ লাখ ৩৭ হাজার ৬শ’ টাকা। এই টাকার মধ্যে ১ লাখ ৫০ হাজার টাকা বুঝে পেয়েছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুদা আকতার।

তবে গত ৪ মাস অতিবাহিত হওয়ার পর গত ২৮ জুন চাঁদপুর টাইমসে প্রকাশিত ওই সংবাদের প্রেক্ষিতে অবশেষে বাদবাকি ৩ লাখ ৮৭ হাজার ৬শ’ টাকার মধ্যে গত ৯ জুলাই ২ লাখ ২৭ হাজার টাকা উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসকান্দার আলী এবং সাবেক সচিব মোস্তফা শামিম ১ লাখ ৬০ হাজার টাকা ফরিদগঞ্জের মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুদার হাতে দিতে বাধ্য হন।

ফরিদগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুদা আকতার এ প্রতিনিধিকে বলেন, ১৬নং দক্ষিণ রূপসা ইউনিয়ন পরিষদের কাছ থেকে অবশেষে গরিবের সঞ্চিত সর্বমোট ৫লাখ ৩৭ হাজার ৬শ’ টাকা বুঝে পেয়েছি।

প্রসঙ্গত, গরিব ওই মানুষগুলো তাদের সঞ্চিত ওই অর্থ ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলো। চাঁদপুর টাইমসে সংবাদটি প্রকাশ হওয়ায় আজ তারা তাদের পাওনা ফিরে পেতে যাচ্ছে । সেজন্যে তারা চাঁদপুর টাইমসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

প্রতিবেদক- শিমূল হাছান
১৭ জুলাই ২০১৯