চাঁদপুর পৌর সভার কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ের জন্য ১৪ জুলাই পূর্নদিবস কর্মবিরতি পালন করে কর্মকর্তা, কর্মচারীরা। দাবি আদায়ের এই কর্মবিরতির কারনে দুর্ভোগে পড়েছে পৌরবাসি।
এর পূর্বে দেখা গেছে গত ১ ও ২ জুলাই কর্মবিরতি পালন করেন তারা। তখন কয়েকদিন ধরে দেখা গেছে যে ক,দিনই পর্যায়ক্রমে কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা ততোদিন পৌরসভার সব ধরনের সেবা থেকে বঞ্চিত হয়েছেন তারা। কর্মবিরতি চলাকালে নানা সেবা নেয়ার জন্য আসা পৌরবাসি সেবা না পেয়েই ফিরে গেছেন বাড়িতে।
জানাযায়, সারা দেশের ন্যায় ১৪ জুলাই রোববার অনির্দিষ্ট কালের জন্য চাঁদপুরেও পূর্নদিবস কর্মবিরতি পালন করেন চাঁদপুর পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ কারনে কর্মবিরতি চলাকালে কোন সেবাই পাচ্ছেন না পৌরবাসি।
শধুমাত্র পানি সরবরাহ ছাড়া বন্ধ রয়েছে সকল ধরনের পৌর সুযোগ সুবিধা। কর্মবিরতির কারনে সন্দ্যা হলেই অন্ধকারে নিমজ্জিত হয়ে শহরের রাস্তাঘাট আর অলি গলি। সেই সাথে পৌরবাসি পায়নি জন্মসনদ, চেয়ারম্যার সার্টিফিকেটসহ নানা ধরনের সেবা।
এ কর্মবিরতির পালন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে শহরের বাসিন্দারা।
এছাড়া পৌর কর্মচারীরা কোন কাজ না করার কারনে শহরের বিভিন্ন স্থানে ময়লা আর্বজনার স্তুপ জমা হয়ে আছে। গতকাল রোববার দেখা গেছে চাঁদপুর শহরের ছায়াবানী মোড়, স্টেডিয়াম রোড, হাজী মহসীন রোড, নতুন বাজার, পালবাজার ব্রিজের নিচে, ট্রাকঘাট, চিত্রলেখা মোড়, আদালত পাড়া, পাল পাড়া, ট্রাকরোড, বাসস্টান্ট, চেয়ারম্যান ঘাট, গুয়াখোলা, কোড়ালিয়া রোডসহ শহরের বিভিন্ন অলিতে গলিতে ময়লা আবর্জনার স্তপ জমে আছে। আর এসব ময়লা আর্বজনার দুগন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে। পৌর কর্মচারীরা দিনব্যাপী কোন কাজ না করার কারনে এসব ময়লা জমে আছে বলে জানা গেছে। এ কারনে ময়লা আবর্জনার দুগন্ধ ছড়িয়ে পড়ে পরিবেশ দূষিত হচ্ছে।
পৌরবাসীর এমন দুর্ভোগের কথা চিন্তা করে কর্তৃপক্ষ অতিশীঘ্রই সমস্যা সমাধানের ব্যবস্থা নিবেন এমনটাই প্রত্যাশা পৌরবাসির।
প্রসঙ্গত, গত ১ ও জুলাই থেকে শুরু হয়ে সারা দেশের ন্যায় চাঁদপুরেও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে। রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা ও পেনশন পাওয়ার দাবিতে চাঁদপুরেও অনির্দিষ্ট কালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হয়েছে। তাদের দাবি পৌরসভায় যারা চাকুরি করে তারা দেশ উন্নয়নের সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে। এক দেশে দু’ নীতি চলতে পারে না।
বর্তমানে কর্মবিরতির মধ্যে পানির লাইন ছাড়া পৌরসভার সকল সেবা বন্ধ রয়েছে। তাই শহরবাসি যাতে এমন দুর্ভোগ থেকে মুক্তি পায় সেজন্য তাদের দাবির বিষয়টি দ্রুত কার্যকর করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
১৬ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur