চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি গ্রামের অধিবাসী ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপনের বাড়িতে চুরির চেষ্টাকালে দুই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।
রোববার (১৬ জুলাই) রাতে একই উপজেলার পালাখাল গ্রামের সুজাত আলীর পুত্র মেহেদী হাসান(২০) ও একই গ্রামের জামাল হোসেনের পুত্র শাকিব হোসেন(১৮) তার গৃহের কলাপ শিক্যাবল গেইটের তালা ভেঙ্গে গৃহে প্রবেশ করে ভ্যানে করে মালামাল নেয়ার সময় স্থানীয় লোকজন তাদের হাতেনাতে আটক করে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কচুয়া থানার এসআই মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া সঙ্গীয় ফোঁস নিয়ে তাদের থানা নিয়ে আসে।
এসআই মনিরুজ্জামান ভূঁইয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে স্থানীয়রা জানিয়েছেন, ইতিপূর্বে ওই চেয়ারম্যানের বাড়িতে কয়েক দফা দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
১৬ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur