রাজশাহীতে নাশকতার মামলায় কারাগারে থাকা চার শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এ বছর রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ছয়জন পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাস করেছে পাঁচজন।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা হল— রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের জাহিদুল হোসেন রাসেল, আরিফ রায়হান ও নাজমুল হাসান স্বপন এবং রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের মিজানুর রহমান। এ ছাড়া রাজশাহীর মাসকাটাদীঘি বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুন জিপিএ-২.৬৭ পেয়েছে।
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মামুন আলী এক বিষয়ে অকৃতকার্য হয়েছে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম জানান, কারাগারে থাকা ওই শিক্ষার্থীরা নাশকতা মামলার আসামি। তবে কারাগারেই এ সব শিক্ষার্থীকে লেখাপড়ার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছিল। আগে থেকেই তাদের পৃথক সেলে রাখা হয়। তাদের ফলাফলে আমরা খুশি।
জানা যায়, কারাগারে থেকে পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া এসব শিক্ষার্থীরা সকলে শিবিরকর্মী, তারা বিভিন্ন নাশকতামূলক মামলায় কারাগারে রয়েছে।
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur