হাজীগঞ্জের হোটনী-কাশিমপুর সড়ক নির্মাণের কাজ দেখাশুনা করছে সওজের উপজেলা প্রকৌশলীর গাড়ি চালক।
শুক্রবার (৭ জুলাই) সরকারি ছুটির দিন ঠিকাদারী প্রতিষ্ঠান বৃষ্টি উপেক্ষা করে সড়ক নির্মাণের কাজ করলেও কাজের মান দেখাশুনার দায়িত্ব পালন করতে দেখা যায় উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডির) বিভাগের উপজেলা প্রকৌশলী’র চালক মো. আরিফ হোসেনকে।
এ সড়ক নির্মাণে কোন নিয়ম নীতি তোয়াক্কা না করেই নিন্মমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডির) বিভাগের আওয়তায় পাকা সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট, খোয়া ও বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। নিম্নমানের উপকরণ ব্যবহার করায় স্থানীয় এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে আসলেও ঠিকাদারী প্রতিষ্ঠান দ্রুতগতিতে কাজ চালিয়ে আসছে। এ সংস্কার কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান বাংলাদেশ কনস্ট্রাকশন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাজীগঞ্জের হোটনী-কাশিমপুর সড়কের প্রায় ২ কিলোমিটার সড়কের সংস্কার কাজে নিন্মমানের সামগ্রী খোয়া, বালু ও ইট ব্যবহার হয়েছে। তা দ্রুত ডেকে দেওয়ার জন্য বৃষ্টি উপেক্ষা করে কার্পেটিং এর কাজ তড়িৎ গতিতে চালিয়ে আসছে।
এ কাজ মান দেখা শুনার জন্য উপজেলা প্রকৌশলী অফিসের দায়িত্বরত অফিসার উপস্থিতি থাকার কথা থাকলেও ছুটির দিন শুক্রবার উপজেলা প্রকৌশলীর চালক আরিফ হোসেন ছাড়া আর কাউকে দেখা যায়নি। একদিকে মাঝে মধ্যে হালকা বৃষ্টির মাঝেও এ কাজ করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানায়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রাহাত পাটওয়ারী এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ছুটিতে ঢাকায় এসেছি। আমার অফিসের তিনজন কর্মকর্তা কাজের মান দেখাশুনার দায়িত্বে রয়েছে। অফিসের পক্ষ থেকে সার্বক্ষণিক কাজের মান দেখাশুনা হয়। বিকাল ৫টা পর্যন্ত আরো দুজন কাজ দেখাশুনা করেছে। এখন আরিফ সেখানে রয়েছে।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
৭ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur