চাঁদপুরে মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে রবিবার (৩০ জুন) দু’দিনের শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতে শিশু মেলা-২০১৯ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিশু মেলার প্রতিপাদ্য বিষয় ছিল “ শিশু ও নারী উন্নয়নে সচেতনতা”।
জেলা তথ্য অফিসার মো. নুরুল হকের সভাপতিত্বে ও সহকারী জেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, বিটিবির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামল চন্দ্র দাস।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশতি হয়। এর পূর্বে শিশু মেলার র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় এসে সমাপ্ত হয়। র্যালী শেষে শিশু মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলামসহ জেলা তথ্য অফিসার ও অন্যান্যরা।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
৩০ জুন ২০১৯