চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্রলীগের আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে । এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (৩০ জুন) রাত ৯ টায় হাজিগঞ্জ পশ্চিম বাজারে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। প্রায় আধা ঘন্টার এই ধাওয়া-পাল্টা ধাওয়ায় হাজীগঞ্জ বাজারে রণক্ষেত্র সৃষ্টি হয়। পরে হাজিগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীগঞ্জ বাজারের কাতার কানাডা টাওয়ারের সামনে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী মেহেদী হাছান রাব্বির গ্রুপের উপর হামলা চালায় আরেক ছাত্রলীগ পদ প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের গ্রুপ। ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুই গ্রুপকে ইট-পাটকেল নিক্ষেপ, কাচের বোতল ও লাঠিসোটা হাতে দেখা গেছে।
হাজিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী মেহেদী হাছান রাব্বি জানান, কয়েকদিন পূর্বে তার গ্রুপের এক ছাত্রলীগ কর্মীকে মারধর করা হয়। ওই ঘটনার রেশ ধরে ঘটনার সূত্রপাত।
তার গ্রুপের আহত ছাত্রলীগ কর্মী তানভীর, ওসমান সহ আরো একজন।
এদিকে ছাত্রলীগের পদ প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বার্তা২৪.কমকে বলেন, শুক্রবার আওয়ামী লীগের আনন্দ র্যালীতে এক কর্মীকে হুমকি দেয় রাব্বি গ্রুপ। এ নিয়ে সংঘর্ষ হয়।
বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাজীগঞ্জ উপজেলা যুবলীগ ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ছাত্রলীগের দুই গ্রুপকে পুলিশের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে দেখা গেছে।
এ বিষয়ে হাজীগ থানা পার্বত্য কর্মকর্তা আলমগীর হোসেন রনি বলেন, ওই অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur