চাঁদপুরের ফরিদগঞ্জে কালির বাজার কলেজে অধ্যক্ষ নিয়োগের প্রতিবাদে মাননবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার (৩০ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসের সামনে কলেজের ছাত্র-ছাত্রীরা নব-নিযুক্ত অধ্যক্ষ হাফিজ আল মামুনের নিয়োগ বালিতের দাবিতে মাননবন্ধন ও বিক্ষোভ করেন।
ছাত্র-ছাত্রীরা জানায়, কলেজের ম্যানেজিং কমিটির যোগসাজসে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অধ্যক্ষ পদে ক্ষমতার অপব্যবহার করে হাফিজ আল মামুনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়।
ম্যানেজিং কমিটির যোগসাজশে যোগ্য লোকদের সুযোগ না দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়ে কলেজের কর্মরত শিক্ষকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
প্রতিবেদক : শরীফুল ইসলাম
৩০ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur