Home / চাঁদপুর / চাঁদপুর পুরাণবাজারে রাইস মিলের ছাইয়ে দূষণ : প্রতিবাদে গণস্বাক্ষর
rice-mill

চাঁদপুর পুরাণবাজারে রাইস মিলের ছাইয়ে দূষণ : প্রতিবাদে গণস্বাক্ষর

চাঁদপুর শহরের পুরাণবাজারে বিভিন্ন রাইস মিলের কালো ধোঁয়া, ছাই, ও ধানের কুঁড়ো থেকে পরিবেশ দূষন এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলো চলাকালীন সময় প্রধান প্রধান সড়ক গুলোতে বিভিন্ন মিল-কারখানা ও ব্যবসায়িদে মালামাল ট্রাক, পিকআপ ভ্যনসহ বিভিন্ন যানবাহনে উঠানামা করা কালীন বিদ্যালয়গামী শিক্ষার্থী ও পথচারীদের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা করায় প্রতিবাদে পুরানবাজারে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৪ জুন) স্থানীয় রয়েজ রোড়ের সামনে সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচীতে শিক্ষার্থী, বিভিন্ন ব্যবসায়ি, ও বিভিন্ন শ্রেনী পেশার সুধীজন সহ প্রায় ৫ হাজার মানুষ গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়।

এ কর্মসূচির আয়োজক স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ খান ডেঙ্গু, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ-সম্পাদক মিজানুর রহমান খান বাদল ও যুবলীগ নেতা পারভেজ মামুন।

আয়োজকরা জানায়, বাতাসে উড়ে এখানকার রাইচ মিল গুলোর কালো ধোঁয়া ও ছাই বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবেশ মারাত্বক দূষণ হচেছ। দূষণ রক্ষায় সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনায় আমরা এ কর্মসূচী পালন করছি। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে। তারা আরো জানান, এখানে একটি ফাজিল ডিগ্রী মাদ্রাসা, দুটি মাধ্যমিক ও দুটি প্রাথমিক বিদ্যালয় সহ সরকারি-বেসরকারি ৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

স্কুল চলাকালীন সময় প্রধান প্রধান সড়কের উপড়ে রাইচ মিল গুলোর মালামাল ট্রাক ও পিকআপ ভ্যনসহ বিভিন্ন পরিহনে লোড আনলোড করার কারনে স্কুলগামী শ’শ শিক্ষার্থী ও পথচারীরা ঝুকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করছে। পাশা-পাশি স্বাভাবিক যান-বাহন চলাচলে বাধার সৃষ্টি হচেছ।

স্থানীদের দাবি সংশ্লিষ্ট কতৃপক্ষে এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন।

প্রতিবেদক- আশিক বিন রহিম
২৪ জুন ২০১৯