চাঁদপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ চাঁদপুরের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১১টায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসক প্রাঙ্গন থেকে বণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দিবসটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, ধুমপানের কারণে আমাদের দেশে অনেকেই ক্যান্সার ও যক্ষ্মা রোগে আক্রান্ত হচ্ছে। রক্তনালী শুকিয়ে গিয়ে গ্যাংগিং রোগেও আক্রান্ত হচ্ছে। ধুমপান শুধু সিগারেট তা নয়, পানের সাথে জর্দা ও সাদা পাতা ধুমপানের আওতায়। ধুমপান রোধ করতে হবে। নেশার প্রথম ধাপ হলো ধুমপান। সিগারেট আর মাদক এক নয়। সিগারেটকে মাদকের প্রবেশদ্বার বলা হয়। তামাক জাতকে আইনের আওতায় আনতে পারলে আমরা মাদক রোধ করতে পারব। তামাক নিয়ন্ত্রণ আইন আরও জোরালো করলে ধুমপান হ্রাস পাবে। দেশের প্রায় ৩০ ভাগ লোক ধুমপানের ঝুঁকিতে মৃত্যুবরণ করছে।
এ সময় আরও বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান, চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের উপ-পরিচালক ফরিদ আহমেদ মনির, জেলা পরিসংখ্যান কর্মকর্তা খালেদুজ্জামান সাঈদ, আধুনিক চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন ডাঃ গোলাম কাওসার হিমেল।
প্রতিবেদক- আশিক বিন রহিম
২০ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur