জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও চাঁদপুর জেলা যুবদলের বর্তমান সভাপতি মোফাজ্জল হোসেন চান্দু আর নেই। তিনি সোমবার (১৭ জুন) ভোর ৪ টা চাঁদপুর শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।
তার পরিবার সূত্র মৃত্যুর বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছন।
পরিবার সূত্রে জানা যায়, সাবেক ছাত্রনেতা চান্দু দীর্ঘদিন একাধিক রাজনৈতিক মামলায় চাঁদপুর জেলা কারাগারে ছিলেন। সেখানে অসুস্থ হলে তিনি জামিন নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে স্ত্রীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান। মোফাজ্জল হোসেন চান্দু চাঁদপুর শহর ছাত্রদলের সাবেক সভাপতি, ও যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এদিকে তার মৃত্যুতে চাঁদুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক গভীর শোক প্রকাশ করেছেন ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক বার্তায় তিনি বলেন, ‘মোফাজ্জল হোসেন চান্দুর মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংঠগন একজন গুরুত্বপূর্ণ নেতাকে হারালো। আল্লাহ যেনো তাকে জান্নাত নসিব করেন, এজন্যে নেতাকর্মীসহ সবার কাছে দোয়া কামনা করছি।’
এছাড়া সাবেক এ ছাত্রনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
এদিকে মরহুম মোফাজ্জল হোসেন চান্দু র নামাজে জানাজা আজ বাদ আছর রহমতপুর কলোনী ঢালী বাড়ি মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur