চাঁদপুর কোস্ট গার্ডের অভিযানে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী স্বামী-স্ত্রী আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, স্বামী জাকির হোসেন (৪৬) ও স্ত্রী আঁখি বেগম (৩৫)। ১৬ জুন রোববার দুপুর সোয়া ২টায় শহরের মুখার্জিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
চাঁদপুর কোস্টগার্ড রিসিজি স্টেশন সূত্রে জানা যায়, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুখার্জিঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এসময় মাদক কারকারি জাকির হোসেন ও আঁখি বেগমকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে আটককৃতদের চাঁদপুর মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, আটককৃতরা এর আগেও মাদক বিক্রির জন্যে পুলিশের হাতে আটক হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur