মতলব দক্ষিণে তিন দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মশালা রোববার (১৬ জুন) বিকেলে শেষ হয়। শুক্রবার (১৪ জুন) সকাল ১০ টায় উপজেলা কৃষি কার্যালয় মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
উপজেলা কৃষি কার্যালয় আয়োজিত কর্মশালাটির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ বিভাগের চাঁদপুর অঞ্চলের উপ-পরিচালক আবদুর রশিদ।
এ পলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক কবির আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আয়েত আলী ও মো.হেলাল উদ্দিন প্রমুখ।
মতলব দক্ষিণ কৃষি অফিস সূত্রে জানা গেছে, তিন দিনের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকগণ আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদনের ওপর কৃষকদের প্রশিক্ষণ দেন। ৬০ জন কৃষক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : মাহ্ফুজ মল্লিক
১৬ জুন ২০১৯
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur