চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৪ জুন) জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পরিবেশ অধিদপ্তর,চাঁদপুরের আয়োজনে শুণ্য শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট তিনটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতি গ্রুপে তিনজন বিজয়ীকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিতব্য অনুষ্ঠানে ২০ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদের সভাপতিত্বে বিচারকের দায়িত্বে ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী,শ্রেষ্ঠ শিক্ষিকা পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা নুরুন্নাহার বকুল, জেলা শিশু একাডেমির প্রশিক্ষক অজিত দত্ত।
উপস্থিত ছিলেন এসময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উত্তম কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।
প্রতিবেদক- আনোয়ারুল হক
১৪ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur