সুখবর আসছে নদী ভাঙা অসহায় মানুষদের জন্য। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে চারটি নতুন খাতে বরাদ্দ আসছে ২৩৪ কোটি ৫০ লাখ টাকা।
এগুলো হচ্ছে- নদী ভাঙা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ কোটি টাকা, দরিদ্র মানুষদের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ খাতে ৬৪ কোটি ৫০ লাখ টাকা, গবেষণা ও উন্নয়ন খাতে ৫০ কোটি টাকা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (১৪ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় তিনি এ প্রস্তাব দেন। অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিককালে নদী ভাঙনে বসতবাড়ি, জনপদ, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার প্রভৃতি বিলীন হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ সর্বস্ব হারিয়ে ফেলছেন।
স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur