চাঁদপুরে এবার মাত্র ৩ টাকা মূল্যের একটি ফরম ও ১০০ টাকায় পুলিশ কনস্টেবল পদে নারী ও পুরুষদেরকে চাকরি দিবে জেলা পুলিশ । এই ১০০ টাকাও আবার কনস্টেবল নিয়োগে সরকার নির্ধারিত পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে।
যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (১৩ জুন) চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি নিয়োগ প্রার্থীদের প্রতারক ও দালাল চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান জানিয়ে বলেছেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন জড়িত হয়ে প্রতারিত হবেন না। নিয়োগ সংক্রান্তে কোনো ব্যক্তি বা পুলিশ সদস্য অনিয়ম কিংবা আর্থিক লেনদেনে জড়িত হলে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, আগামী ২৬ জুন জেলায় পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে। চাঁদপুরে নতুন পদে ও বিশেষ কোটায় ৬২ জন পুরুষ, ৬ জন নারী কনস্টেবল নিয়োগ দেয়া হবে। নিয়োগে নিম্নলিখিত শর্ত পূরণ করে যে কেউ প্রার্থী হতে পারবে। শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের ন্যূনতম জিপিএ থাকতে হবে ২ দশমিক ৫ অথবা সমমান থাকতে।
বেতন ও ভাতা : প্রশিক্ষণ সাফল্যের সাথে সমাপ্তির পর ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৭ তম গ্রেড অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে সর্বসাকুল্যে নয় হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা। এ ছাড়া ভাতা ও অন্যান্য সুবিধা দেয়া হবে।
আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট জেলার পুলিশ লাইন্স মাঠে হাজির থাকতে হবে। আবেদনের সময় বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে।
যা আনতে হবে: শারীরিক মাপের পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূলকপি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি, জেলার স্থায়ী বাসিন্দা/জাতীয়তা প্রমাণস্বরুপ ইউপি চেয়ারম্যান/পৌর চেয়ারম্যান কর্তৃক স্থায়ী নাগরিকত্বের সনদের মূলকপি। জাতীয় পরিচয়পত্রের মূলকপি। যদি আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের মূলকপি, সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি, পরীক্ষার ফি ১০০ টাকা ‘১-২২১১-০০০০-২-৩১’ অথবা ১২২০২০১১০৫৯৫৪১৪২২৩২৬ নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমাপূর্বক ব্যাংক চালানের মূলকপি। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় সনদের সত্যায়িত ফটোকপি, পোষ্য কোটার ক্ষেত্রে পুলিশের সন্তানকে তার পিতা/মাতার বিপি নম্বর উল্লেখসহ তাদের কর্মরত জেলা/ইউনিট প্রধান কর্তৃক প্রত্যয়নপত্রের মূলকপি। আনসার ভিডিপি কোটার প্রার্থীদের জন্যে ৪২ দিন মেয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ সনদের মূল কপি।
সময়সূচি ২২ জুন সকাল ৯ টায় জেলা পুলিশ লাইন্স মাঠে শারিরিক মাপ নেয়া হবে। ২৩ জুন বিকেল ৩ টায় লিখিত পরীক্ষা নেয়া হবে। ২৫ জুন সকাল ১০ টায় লিখিত পরীক্ষার ফলাফল উত্তীর্ণদের মৌখিক (ভাইবা) পরীক্ষা নেয়া হবে। ২৬ জুন বিকেল ৫ টায় মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফল ঘোষণা করা হবে।
পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড কিংবা দেখতে টাচ্ করুন-
করেসপন্ডেন্ট
১৪ জুন ২০১৯