চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইসহাক সিকদারের ঢাকার বাসা থেকে কেয়ার টেকার জাহিদুল সিকদার (১৩) নিখোঁজ রয়েছে ।
সোমবার (১০ জুন) কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য, কচুয়া উপজেলার বিতারা ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদারের ঢাকার শান্তিনগর ইস্টার্ন পয়েন্টের ফ্ল্যাট ৩/৯০৪ থেকে বাসার কেয়ার টেকার জাহিদুল সিকদার নিখোঁজ হয়ে ৪ দিন ধরে বাসায় ফিরেনি।
জানাগেছে, কিশোর জাহিদুল সিকদার ওই দিন রাত ৯টার সময় ইস্টার্ন পয়েন্টের সামনের দোকান থেকে আটা আনতে গিয়ে আর বাসায় ফিরে নাই। ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার জানান ,জাহিদ আমার গ্রামের একই বাড়ির আত্মীয় হয় ।
সে চার বছর যাবত আমার বাসায় থাকে। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। তার গায়ের রং শ্যমলা,উচ্চতা ৫ফুট ৪ইঞ্চি। বাসা থেকে বের হওয়ার সময় তার পড়নে নেভী ব্লু সার্ট ও সর্ট প্যান্ট পরিহিত ছিল।
এদিকে জাহিদ সিকদারের সন্ধানে ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার ও তার বাবা-মা আত্মীয় স্বজন সবাই উদ্বিগ্ন। কেউ তার সন্ধান পেলে ০১৭৩৩-৬২৯৯৩৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ।
এ ব্যপারে ইউপি চেয়ারম্যান ১২ জুন বুধবার পল্টন মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী দায়ের করেন। যার নং ৮০৫।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
১৩ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur