চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক দীপক নারায়ণ মন্ডল আর বেঁচে নেই। তিনি বুধবার (৫ জুন) সকাল সকাল সাড়ে ৮ টায় কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তিস্কে রক্ত ক্ষরণে পরলোক গমন করেন। পরলোক গমন কালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি ২ মেয়ে, ১ ছেলে, ৩ ভাই, ৩ বোনসহ অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার সকালে দীপক নারায়ণ মন্ডলের লাশ তার নিজ গ্রাম খুলনা জেলার পাইকগাছা উপজেলার পাতরাবুনিয়া গ্রামের সূর্য মন্ডল বাড়ীর মহাশ্মশানে দাহ করা হয়।
দীপক নারায়ণ মন্ডলের পরলোক গমনে চাঁদপুর-১ আসন, কচুয়ার এমপি ড. মহীউদ্দীন খান আলমগীর, কচুয়া বঙ্গবন্ধু কলেজের গভর্ণিং বডির সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন ও কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত দীপক নারায়ণ মন্ডল কচুয়া বঙ্গবন্ধু কলেজে ১৯৮৯ সালের ৪ জুন উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। তিনি কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের অত্যন্ত প্রিয়ভাজন ও শ্রদ্ধাশীল শিক্ষক ছিলেন। তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন প্রধান পরীক্ষক ও পরীক্ষক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কচুয়ার স্থানীয় সুধীজন ও শিক্ষার্থীবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
করেসপন্ডেন্ট
৭ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur