ঈদের আনন্দে কুমিল্লা থেকে চাঁদপুরে ঘুরতে আসা বেপরোয়া মোটর সাইকেল চালিয়ে কেড়ে নিলো রাব্বি (২০) নামে এক যুবকের প্রাণ। এ দুর্ঘটনায় সাথে থাকা আরো দু’যুবক গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার(৬ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ঘোষের হাট নামকস্থানের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মোটর সাইকেল আরোহী নিহত রাব্বি কুমিল্লা জেলার শরৎ দক্ষিন কিনবনিশা গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় একই গ্রামের খোরশেদসহ আরো এক যুবক আহত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ঈদের আনন্দে কুমিল্লা জেলা থেকে একদল যুবক তিনটি মোটর সাইকেলে করে চাঁদপুরে ঘুরতে আসতেছিলো। তারা বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে আসার সময় হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখামুখি সংঘর্ষ বাঁধে।
এতে সে নিয়ন্ত্রন হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তার সাথে থাকা অন্যান্য আরোহীরা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডাঃ পীযুষ সাহা তাকে মৃত ঘোষনা করেন।
প্রতিবেদক:কবির হোসেন মিজি
৭ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur