বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানভুক্ত সদস্য সংগঠন অনন্যা নাট্যগোষ্ঠীর ৩৪তম প্রযোজনা লোকগীতিময় নাটক রূপবান সোমবার (০৯ মে) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে। দীর্ঘ ৬ বছর পর পুনরায় নাটকটি মঞ্চে আনা হয়েছে।
চাঁদপুরে মাসব্যাপী সাংস্কৃতিক উৎসবে রূপভান নাটকটি মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। নাটকটি রচনায়: হিরেন দে এবং নির্দেশনায়: শহীদ পাটোয়ারী।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন যারা: মো. হানিফ, চন্দন সরকার, বিএম সোবহান চুন্নু, হারুন আল রশীদ, জসীম মেহেদী, জয়রাম রায়, খাজা আহমেদ হেলাল সুখ, মানিক দাস, মুহাম্মদ আলমগীর, মেহেদী হাসান, জুয়েল, জিয়াউল হক, রুনা আক্তার আশা, সীমা আক্তার, শ্যামা ভট্টাচার্য, কামরুন নাহার তাজিন।
এছাড়া মঞ্চ ও আলোক পরিকল্পনায় হারুন আল রশীদ ও বিশ্বনাথ চৌধুরী বিষু। সঙ্গীত পরিচালনায় তাহমিনা হারুন ও মৃনাল সরকার।
শরীফুল ইসলাম [/author]