প্রথমবারের মত একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও শতাব্দী ওয়াদুদ। ছবির নাম ‘অজ্ঞাতনামা’। রাজবাড়ীর পাংশায় শুটিং করছেন এই দুই অভিনেতা, পরনে পুলিশের পাশোক।
দীর্ঘ আট বছর পর চতুর্থ চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’ পরিচালনা করছেন তৌকির আহমেদ। গত ২৬ মে থেকে রাজবাড়ীর পাংশায় চলছে ছবির শুটিং।
চলচ্চিত্র নির্মাণে ফিরলেন তৌকির আহমেদ। এটা তাঁর চতুর্থ চলচ্চিত্র আর এই চলচ্চিত্রের নাম ‘অজ্ঞাতনামা’। শুটিং শুরু হয়েছে ২৬ মে, রাজবাড়ীর পাংশায়। মোশাররফ করিম ও শতাব্দী ওয়াদুদ ছাড়াও ছবিতে অভিনয় করছেন নিপুণ।
চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur