চাঁদপুরে যানজটের কবলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা হলো না ১৫ জন পরীক্ষার্থীর। প্রচণ্ড দাবদাহ ও ঈদের তীব্র যানজটের কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত না হতে পারায় কাউকেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
৩১ মে শুক্রবার চাঁদপুর গনি মডেল হাই স্কুলের কেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকতে দায়িত্বরতদের প্রতি কাকুতি মিনতি করে। পরে পরীক্ষার্থীরা হট্টগোল সৃষ্টি করলে চাইলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় খবর পেয়ে গনি স্কুলে ছুটে আসেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান। জেলা প্রশাসককে কাছে পেয়ে পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন যানজটের কারণে তারা নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে আসতে পারিনি। তবে পরীক্ষা শুরু ১০ মিনিট আগে অনেকে এসেছে। তাদের কাউকেই ঢুকতে দেওয়া হয়নি।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান ওই কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের পরে তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে চেয়েছে। তাই তাদের ঢুকতে দেওয়া হয়নি।
তবে পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন তীব্র যানজটের কারণে কেউ কেউ নির্ধারিত সময়ের পরে আসলেও অনেকেই নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছে। তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি।
তারা আরো বলেন, আমাদের অনেকেরই এই বছরে সরকারি চাকরির বয়স সীমা শেষ হয়ে যাবে। ঢাকা থেকে এসেছি পরীক্ষা দিতে। এ সময় অনেক পরীক্ষার্থীকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যেতে দেখা গেছে।
প্রতিবেদক- আশিক বিন রহিম
৩১ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur