মাঝ জ্যৈষ্ঠে চাঁদপুর দেশের বিস্তীর্ণ অঞ্চলে বয়ে চলছে মৃদু তাপপ্রবাহ, যাতে গরমে হাঁসফাঁস করতে হচ্ছে চাঁদপুরবাসী তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই-তিন দিনের মধ্যেই মৌসুমের তৃতীয় এ তাপপ্রবাহের অবসান ঘটবে। এরপর লঘুচাপের প্রভাবে দেখা মিলবে বৃষ্টি।
আগামী সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির দাপট থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন ঈদুল ফিতর উদযাপিত হবে বাংলাদেশে। সে হিসাবে ঈদের সময় বৃষ্টি হবে বলেই ধারণা করা হচ্ছে।
বুধবার চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছিলো ২৭ দশমি ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় চাঁদপুরে বাতাসের আদ্রতা ছিলো ৭৮ ভাগ।
চাঁদপুরের আবহাওয়া পরিস্থিতি নিয়ে চাঁদপুর টাইমসের সাথে কথা হয় জেলা আবহাওয়া বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. সোয়েবের সাথে। তিনি চাঁদপুর টাইমসকে জানান, গত কয়েকদিন ধরে এই তাপপ্রবাহ শুরু হয়েছে। আরো দু’তিনদিন নাগাদ তা অব্যাহত থাকবে। তবে বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ বিরাজ করছে। কিছুদিন পর এটি নিম্নচাপে পরিণত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হানতে পারে। এর প্রভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে তাপপ্রবাহ কমে আসবে।
এদিকে ঢাকায় আবহাওয়াবিদ বলেন, “প্রাক বর্ষায় বৃষ্টি কম হলে তাপমাত্রা বেড়ে যায়। জুনের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু নিয়ে বর্ষার আগমন ঘটবে। সেক্ষেত্রে তাপপ্রবাহ কেটে যাওয়ার পর এবার ঈদের সময় রাজধানীসহ অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”
জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বিস্তার লাভ করবে। এ সময় বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
স্টাফ করেসপন্ডেন্ট
চাঁদপুর টাইমস
৩০ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur