বুধবার (২২ মে) চাঁদপুরে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড এ তাপদাহের কবলে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। রাত বারোটার পর বৃহস্পতিবার (২৩ মে) শুরু হয়েছে ঝড় বৃষ্টি।
ঝড়ের শুরুতেই জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। দিনের প্রচণ্ড গরম। রাতের বৃষ্টিতে কিছুটা স্বস্তি অনুভব করছে চাঁদপুরবাসী। তবে বৃষ্টিপাতের পরিমাণ তাৎক্ষণিক এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
চাঁদপুর আবহাওয়া কর্মকর্তা শাহ্ মুহাম্মদ শোয়েব জানান, এখন গরমের মৌসুম। হঠাৎ করে দমকা হাওয়া অথবা বৃষ্টি হয়ে থেমে যেতে পারে। কিন্তু গরমের তাপ আগের মতো থাকবে। তাছাড়াও লঘুচাপ চলছে। যত গরম পড়বে তত লঘুচাপ নিম্নচাপ পরিণত হবে।
পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল হয়ে বঙ্গবসাগর বিস্তৃত হয়ে নিম্ম চাপে পরিণত হতে পারে। মে মাসের শেষ দিকে ২৮ মে থেকে-৩ জুনের মধ্যে ‘ঘূর্ণিঝড় বায়ু ’র সম্ভবনা রয়েছে। সে সময় বৃষ্টি থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে।
তিনি আরো জানান,মঙ্গলবার চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোনিম্ন তাপমাত্রা ছিলো ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রাতা ২৪ ঘন্টায় ছিলো ৫৮ দশমিক ৮৫ কেটি এস। প্রতি ঘন্টায় সূর্যকিণের তাপ ছিলো ৭ দশমিক ৩৫। জলীয় বাষ্প ২৪ ঘন্টায় ছিলো ৬ দশমিক ৮২ মিলি মিটার।
ভিডিওতে দেখুন—
স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur