আর্ন্তজাতিক হৃদরোগ সম্মেলনে যোগ দিতে চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সালেহ আহমদ ফিলিপাইন গেছেন । মঙ্গলবার (২১ মে) রাতে তিনি ফিলিপাইনের উদ্দেস্যে ঢাকা ত্যাগ করেছেন।
২২ মে থেকে ২৭ মে পর্যন্ত ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আর্ন্তজাতিক হৃদরোগ সম্মেলনে ডাঃ সালেহ আহমেদ অংশ গ্রহণ করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
সম্মেলনে শেষে তিনি আগামি ২৮মে দেশে ফিরে আসবেন। সম্মেলনে শেষে সুস্থ্য ভাবে দেশে ফেরার ক্ষেত্রে তিনি সবার দোয়া চেয়েছেন। সম্মেলনে থাকা কালিন সময়ে তার ব্যক্তিগত চেম্বার বন্ধ থাকবে।
ডাঃ সালেহ আহমেদ এর আগেও বিভিন্ন আর্ন্তজাতিক স্বাস্থ্য সম্মেলন বাংলাদেশের প্রতিনিধি হয়ে দক্ষিণ কুরিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, সিঙ্গাপুর অংশ গ্রহণ করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি
২২ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur