হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম জয় এলএলবি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। চাঁদপুর প্রবাহ এবং চাঁদপুর টাইমসের স্টাফ করেসপন্ডেন্ট সাংবাদিক জহিরুল ইসলাম জয় ২০১৭ সালের এল এল বি ফাইনাল পরীক্ষার ফলাফলে ২য় বিভাগ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০১৭ সালের এল এল বি ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে চাঁদপুর ল’ কলেজ থেকে তিনি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহন করেন।
তিনি ২০০৪ সালে ফরিদগঞ্জের মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, ২০০৬ সালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচ এস সি, চাঁদপুর সরকারি কলেজ থেকে ডিগ্রি ও মাস্টার্স শেষ করে পরবর্তীতে চাঁদপুর ল কলেজ থেকে এল এল বি পাশ করেন।
সাংবাদিক জহিরুল ইসলাম জয় সাংবাদিকতা পাশাপাশি আইনী পেশায় কাজ করতে গিয়ে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি
২২ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur