অনলাইন নিউজ পোর্টাল বিডিসমাচার ২৪ ডটকম এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) বিকেলে রাজধানীর তোপখানা রোড ক্যাফে বাগদাদ রেস্তোরায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পোর্টালের সম্পাদক মুহাঃ মহসিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিডিসমাচার ২৪ ডটকম এর সম্পাদক মন্ডলীর সভাপতি এবং ইউএনবির মফাস্বল বার্তা সম্পাদক, হেড অব বাংলা সার্ভিস রাশেদ শাহরিয়ার পলাশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুফ, এশিয়ান টিভির এজিএম মিজানুর রহমান, ঢাকা রিপোর্টাস ইউনিটির প্রশিক্ষণ ও গভেষণা সম্পাদক আব্দুল হাই তুহিন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এর যুগ্ম আহবায়ক রাশেদ খান।
বিডিসমাচার ২৪ ডটকমের সহ-সম্পাদক আল-আমিন মুজুমদারের পরিচালানায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক কে এম শরীয়ত উল্লাহ, টাইমস বিডির নির্বাহী সম্পাদক মুক্তাদির মারুফ, সহ-সম্পাদক তসলিম উদ্দিন।
এসময় প্রত্যায়ী’র প্রধান সমন্বয়ক মো. রেজাউল করিম দুলাল, বিডিসমাচার এর সহসম্পাদক আবু হাসান প্রধান, ক্রাইম রিপোর্টার মোঃ শামীম আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুর রাজ্জাক খান, মোঃ আল আমীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিনহাজুল ইসলাম, ঢাকা কলেজ প্রতিনিধি মুজাহিদ খান, তিতুমীর কলেজ প্রতিনিধি সিয়াম মজুমদারসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ সাংবাদিকদের জন্য এবং দেশের জন্য দোয়া মুনাজাত পরিবেশেন করেন কে এম শরিয়ত উল্লাহ।
প্রেস বিজ্ঞপ্তি
২১ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur