১৫ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ বছর পরীক্ষায় ৮ লাখ ৭৬ হাজার ৩৩ প্রার্থী অংশ নেন। পাসের হার ২০ দশমিক ৫৩ শতাংশ। পরীক্ষার্থীর প্রায় ৮০ % ফেল করেছেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে (ntrca.teletalk.com.bd) ফল প্রকাশ করা হয়েছে। এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে মেসেজ পাঠিয়ে ফল জানানো হয়েছে।
প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্কুলপর্যায়ের ৫৫ হাজার ৫৯৬, স্কুলপর্যায়-২ এর ৪ হাজার ১২৯ জন এবং কলেজপর্যায়ের ৯২ হাজার ২৭৫ প্রার্থী রয়েছেন।
গত বছরের ২৮ নভেম্বর ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ১৯ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। আগামী ২৬ ও ২৭ জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
বার্তা কক্ষ
১৯ মে, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur