চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় খেলার ছরে ড্রেজারের বালি চাপা পড়ে তানিয়া আক্তার শিফা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছে অপর শিশু শারিকা (৭)।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে উপজেলার সাড়পাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিফার ওই গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের সাড়পাড় গ্রামে মিয়া মামুন নামের এক ব্যক্তির জমি ড্রেজারের মাধ্যমে বালু ভরাট করছিলেন ঠিকাদার রফিক মিয়া। ঘটনার দিন বিকেলে ওই দুই শিশু ড্রেজারের পানিতে সৃষ্ট গর্তে খেলতে নামে। খেলার এক পর্যায়ে বালিরস্তর ভেঙে তাদের ওপর পড়ে। এতে শিশু সেফা বালি চাপা পড়লে তাকে বাঁচাতে শারিকা এগিয়ে গেলে সেও বালি চাপা পড়ে।
ঘটনার পর স্থানীয় কয়েকজন দৌঁড়ে এসে শারিকাকে গুরুতর অসুস্থ অবস্থায় জীবিত উদ্ধার করতে পারলেও শিফাকে বাঁচানো যায়নি।
করেসপন্ডেন্ট
১৭ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur