ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবসা শিক্ষা অনুষদ কনফারেন্স রুমে ‘ডাকাতিয়া (ঢাবিতে একখন্ড চাঁদপুর)’ কতৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রয় নন্দী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় মহাপরিচালক (পাওয়ার সেল) আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, ভূমি সচিব মাখসুদুর রহমান পাটওয়ারী, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তফা কামাল খান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য, জাকির হোসেন মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার রাহুল পাটওয়ারী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মেহেদী হাসান। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সাবেক ও বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আমন্ত্রিত অতিথির বক্তৃতায় বাবু সুজিত রয় নন্দী বলেন, আমরা সকলে সকল বেদাবেদ ভুলে ধর্ম বর্ণ নির্বিশেষে বঙ্গবন্ধু আর্দশের সোনার বাংলা গড়তে তোমারা অগ্রনীয় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
প্রকৌশলী মোহাম্মদ হোসাইন তার বক্তব্যে নবনির্বাচিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া চাঁদপুর জেলার চাঁদ মুখদের অভিনন্দন জানান এবং ডাকাতিয়া পরিবারের সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মেধা এবং নেতৃত্বের দ্বারা আমাদের মেঘনার পাড়ের ইলিশের বাড়ি চাঁদপুর আরো সমৃদ্ধ হবে, হবে ব্র্যান্ডিং জেলা চাঁদপুর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ডাকাতিয়ার সভাপতি আনফল সরকার পমন এবং সঞ্চালনা করেন হাসান জাহাঙ্গীর সুজন।
করেসপন্ডেন্ট
১৬ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur