চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের ১ কোটি ৩৮ লাখ ৯০ নব্বই হাজার ৯শ ৬০ ষাট টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
১৫ মে (বুধবার) ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে আয়োজিত নাগরিক সভায় এ বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান মাওলানা শরাফত উল্যা।
বাজেটপূর্ব আলোচনায় চেয়ারম্যান বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। তৃণমূল পর্যায়ে রাস্তা – ঘাট, স্কুল- কলেজসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তিনি।
সভা পরিচালনা করেন ইউপি সচিব মো. মোস্তফা খান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি হিসাব সহকারী আঃ রহমান, ইউনিয়ন ভূমি উপ- সহকারি কর্মকর্তা কামরান হোসেন, ইউনিয়ন কৃষি উপ- সহকারি কর্মকর্তা ইমাম হোসেন, ইউনিয়ন আনসার ভিডিপি দলনেতা এমরান হোসেন, ইউপি সদস্য আঃ মমিন দুলাল, আঃ রশিদ, নাছির উদ্দিন পাটওয়ারী, সংরক্ষিত ইউপি সদস্য তাছলিমা বেগম প্রমুখ।
করেসপন্ডেন্ট
১৫ মে ২০১৯