চাঁদপুরের কচুয়া উপজেলার চকমোহাম্মদপুর গ্রামে বিষধর সাপের দংশনে মো.আবু রাহেল (২২) নামের যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে সাপে দংশন করলে বুধবার সকালে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন,ওই গ্রামের অধিবাসী মো. জয়নাল আবেদীনের ছেলে আবু রাহেল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি দোকান থেকে নিজ বাড়ীতে যাওয়ার সময় পথিমধ্যে আকস্মিক (হঠাৎ) ভাবে একটি বিষধর সাপ তাকে দংশন করলে অনেক চেষ্টার পরদিন বুধবার সকালে তার মৃত্যু হয়।
বুধবার বাদ আসর জানাজা শেষে তার লাশ নিজ গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur