ট্রাফিক আইন অমান্য করে রেজিস্ট্রেশনবিহীন গাড়ী, কাগজ না রাখা, হেলমেট না থাকা, অনটেস্ট, অপ্রাপ্ত বয়সের চালক দিয়ে গাড়ী চলানোসহ নানা অপরাধের কারনে ২ দিনে ৭৭টি মামলা দায়ের করেছে জেলা ট্রাফিক পুলিশ।
সোমবার ও মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ট্রাফিক পুলিশের অফিস সূত্রে জানা যায়, সোমবার (১৩ মে) মোট ৩৪টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে অনটেস্ট মটর সাইকেল ৪টি, অপ্রাপ্ত বয়সের চালক দিয়ে ইজিবাইক চালানোর দায়ে ৪টি ও অন্যান্য আরোও ২৬টি মামলা হয়।
মঙ্গলবার (১৪ মে) মোট ৪৩টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে রেজিষ্ট্রেশন ও কাগজ না রাখার অপরাধে ৭টি, অপ্রাপ্ত বয়সের চালক দিয়ে ইজিবাইক চালানোর দায়ে ৪টি ও অন্যান্য আরোও ৩২টি মামলা হয়।
জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) ফয়সাল আহাম্মদ ভূঁঞা জানান, চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ ৩জন নিয়ে মটর সাইকেল চালাবেন না। হেলমেট ও কাগজপত্র সাথে রাখবেন। আর মালিকদের প্রতি অনুরোধ অপ্রাপ্ত চালকদের হাতে ইজিবাইক ও সিএনজি তুলে দিবেন না। ট্রাফিক আইন মেনে চলুন ও আমাদেরকে সহযোগীতা করুন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট
১৪ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur