চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে মঙ্গলবার (১৪ মে ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড থেকে প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান।
সহকারি পরিচালক ফখরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, ডিবি’র পরিদর্শক এম এ রউফ খান প্রমুখ ।
এ সময় আরো ছিলেন জেলা প্রশাসন,কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা,প্রবাসী কর্মীদের স্ত্রী, অভিভাবক ও সন্তানগণ। অনুষ্ঠানে প্রবাসী কর্মীর ২৭ জন মেধাবী সন্তানদের মাঝে ৩ লাখ ৫২ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন।
প্রতিবেদক:আনোয়ারুল হক
১৪ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur