Thursday, 28 May, 2015 7:46:43 PM
এক্সক্লুসিভ ডেস্ক:
সমাজকল্যাণমন্ত্রী মহসীন আলীর সঙ্গীতপ্রতিভা সবারই জানা। এখন সবখানে চর্চাও হয় তার সঙ্গীত প্রতিভার। বৃহস্পতিবার নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গনে চ্যানেল আই এবং স্বর্ণকিশোরী ফাউন্ডেশন আয়োজিত ‘মায়ের কথা’ অনুষ্ঠানে এসে আবারো গানের সুরে সবাইকে মাতালেন সমাজকল্যাণমন্ত্রী মহসীন আলী।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পরে মা’কে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে ‘মাগো মা, ওগো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা’ গানটি গেয়ে শোনান মন্ত্রী। নিজের মা এবং খালা সর্ম্পকে স্মৃতিচারণ করেন তিনি।
মন্ত্রী বলেন, আমাদের জন্মের সময় মা কত কষ্ট করেছেন! আমার জন্মের আগে আমার আর একটি ভাই তিন মাস বয়সে মারা গেছেন।
আমি গর্ভে আসায় মা খুব চিন্তিত ছিলেন। পরে আমার মা হুগলিতে হাজী মোহাম্মদ মহসীনের মাজারে গিয়ে বলেছিলেন, তার সন্তানটিকে যেনো বাঁচিয়ে রাখেন, তাহলে শিশুটির নাম তিনি মহসীন রাখবেন।
এরপর ফারজানা ব্রাউনিয়ার অনুরোধে মাকে উদ্দেশ্য করে তিনি ‘এমন একটা মা দেনা’ গানটি গেয়ে শোনান।
এসময় তার সাথে কণ্ঠ মেলান অন্যান্য অতিথিরা। (চ্যানেল আই)
https://youtu.be/0hIb5eBM7vQ
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur