Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / আইপিএল শেষে ফরিদগঞ্জে ১২ জুয়াড়িকে জরিমানা
Arrest

আইপিএল শেষে ফরিদগঞ্জে ১২ জুয়াড়িকে জরিমানা

চাঁদপুর ফরিদগঞ্জে আইপিএলে’র ১২ জুয়াড়িকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

রোববার(১২ মে) রাতে উপজেলার কৃষ্ণপুর গ্রামের কবির হোসেনের চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

সোমবার(১৩ মে) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেষ্ট মো. আলী আফরোজ।

আটককৃত সবাইকে ৫’শ টাকা করে মাশুল গুণতে হয়েছে এই জুয়াড়িদের।

আটককৃতরা হলো: কৃষ্ণপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে সুমন হোসেন, কামাল হোসেনের ছেলে মিরাজ, নুরুল ইসলামের ছেলে রাজু, মৃত আ: রশিদের ছেলে স্বপন, ছফিউল্লাহর ছেলে মিশন, সকদি রামপুর গ্রামের আবুল বাশারের ছেলে নোমান, মৃত ছলেমানের ছেলে হীমন, মোস্তফা কামালের ছেলে শামীম, বিল্লাল হোসেনের ছেলে টিটু, নুরুল ইসলামের ছেলে এমদাম, আ: মান্নানের ছেলে সাদ্দাম ও ইব্রাহিম মিয়ার ছেলে মোহন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইন চার্জ আবদুর রকিব জানান, দীর্ঘদিন থেকেই ফরিদগঞ্জে খেলা নিয়ে জুয়া চলছে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে হাতে নাতে আটক করা হয়।

স্পেশাল করেসপন্ডেট
১৩ মে ২০১৯