চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ডোবার পানিতে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ মে) সকাল ১০টায় কালিকাপুর গ্রামে তারা মারা যায়।
জানা গেছে, মারা যাওয়া দুই শিক্ষার্থীর নাম হচ্ছে হাবিবা আক্তার (৬) ও তন্নী আক্তার (৭)। তারা কালিকাপুর গ্রামের ‘কালিকাপুর উদয়ন কিন্ডারগার্টেন’ নামের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্লে-শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
হাবিবার পিতার নাম জয়নাল আবেদীন এবং তন্নীর পিতার নাম মো. মনির হোসেন। হাবিবা ও তন্নী একই বাড়ির এবং সম্পর্কে একে অপরের চাচাতো-জেঠাতো বোন। সকাল ১০টায় হাবিবা ও তন্নী তাদের বাড়ির পাশে একটি মাঠে খেলতে যায়। খেলতে খেলতে সবার অগোচরে হঠাৎ তারা মাঠ সংলগ্ন একটি ডোবার পানিতে ডুবে যায়।
অনেক খোঁজাখুঁজির পর সকাল ১১টায় ওই ডোবায় তাদের ভাসমান অবস্তায় দেখতে পায় এলাকার লোকজন। তারা বিষয়টি পরিবারের লোককে জানায়। পরে গ্রামবাসীর সহায়তায় পরিবারের লোকেরা সেখান থেকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিশু দুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
১০ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur