নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে ৯ মে বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ।
জেলা প্রশাসক বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে এখন থেকে কিছু কিছু জায়গায় আমরা কঠোর হবে। চাঁদপুরে ১৮ বছরের নিচে চালক পেলে তার গাড়ি জব্দ করে ধ্বংস করে দেয়া হবে। কারণ শিশু-কিশোর চালককে জেলে দেয়া যাবে না। এছাড়া চাঁদপুর শহরে মোটর চালিত রিক্সা চলতে দেয়া হবে না।
তিনি আরো বলেন, চাঁদপুর জেলা প্রশাসনরে উদ্যোগে চালকদের প্রশিক্ষণ দেয়া হবে। যার উদ্দেশ্য হবে চালকদের দক্ষ করে তোলা। অবৈধ যানবাহানের বিরুদ্ধে মোবাইল কোট অব্যাহত থাকবে।
বিআরটিএর কর্মকর্তা প্রর্কন চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফয়সাল হোসেনের, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বাবুল মিজি, জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি কাজী ওমর ফারুকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবেদক- আশিক বিন রহিম
১০ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur