রোববার(৫ মে) দুপুর ১২টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রভাবে চাঁদপুর সদর রাজরাজেস্বর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১শ’২০টি ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো:জামাল হোসেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আপনারা চিন্তিত হবেন না। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। যার যা প্রয়োজন, তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।
এর পূর্বে তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন বসতঘর পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরান হোসাইন সজীব, রাজরাজেস্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হজরত আলী বেপারী,সচিব মিজানুর রহমান প্রমুখ।
এসময় তিনি ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রভাবে গুরুতর আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হজরত আলী বেপারী নির্দেশ করেন।
প্রতিবেদক:আনোয়ারুল হক
৫ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur