চাঁদপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বর্ধিত ৪% কর্তনের প্রত্যাহারে রোববার (৫ মে) শপথ চত্বরে বিকেল সাড়ে ৪ টায় মানববন্ধন কর্মসূচি পালন হয়। দেশের ১০টি শিক্ষক সংগঠনের সমন্বয়ে ‘বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন ’কেন্দ্রিয় কমিটির কর্মসূচির আলোকে চাঁদপুরে শিক্ষক সংগঠনগুলো জেলা সদরে এ কর্র্মসূচি পালন করে।
মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মোজ্জাম্মেল হোসেন ঢালীর পরিচালনায় জেলা শিক্ষক সংগ্রাম কমিটির আহ্বায়ক ও জেলা বাকশিস সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাফায়াৎ আহম্মেদ ভূঁইয়া এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রিয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ, মতলবের বাকশিস নেতা অধ্যক্ষ আবদুল মালেক,অধ্যক্ষ মেজবাউদ্দিন, সফিউল আজম, অধ্যাপক মাইনুদ্দিন, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো.বিলাল হোসেন, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হেসেন,সদরের সভাপতি কানিজ বতুল চৌধুরী ও মতলবের আবদুল কাদের ।
বক্তাগণ মানববন্ধন কর্মসুচি পালনকালে বলেন,বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের জন্য বেতন থেকে অতিরিক্ত ৪ % কর্তন প্রত্যাহার করতে এ মানববন্ধন করেছেন শিক্ষকরা। ১০টি শিক্ষক-কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে সব শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণসহ ৫ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষক নেতৃবৃন্দ।
৫ দফা দাবির মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের শিক্ষক-কর্মচারীদের বেতন হতে অতিরিক্ত ৪ % কর্তনের প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড এবং শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বেতন ভাতা প্রদানের পরিবর্তে পূর্ণাঙ্গ পেনশন সুবিধা চালু, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপাল, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের নতুন নীতিমালা বাতিল করে পূর্বের নীতিমালা বহাল,অনার্স-মাস্টার্স পাঠদানকারী শিক্ষক ও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত সম্মানজনক বাড়ি ভাড়া,পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও মেডিকেল ভাতা প্রদান ইত্যাদি ।
বার্তা প্রেরক : আবদুল গনি
৫ মে ২০১৯