মাধ্যমিক বিদ্যালয়সমূহের পিবিএম (জীবন দক্ষতা) কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগণের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) সকালে শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসের আয়োজনে কর্মশালায় প্রায় ৭৪ টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ৮ উপজেলার শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন।
জেলা শিক্ষা অফিসার মো. সফিউদ্দিনের সভাপতিত্বে এবং জেলা শিক্ষা অফিসের গভেষণা কর্মকর্তা মো. মাসুদুল আলম ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কায়সার আহমেদ, পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ঢাকা মাউশি পরিকল্পনা ও উন্নয়ন (একিউএইউ) উপ-পরিচালক মো. নুরুল ইসলাম চৌধুরী, গণি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন প্রমুখ।
কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাজীগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইন আলম ও গীতা পাঠ করেন রাগদৈল আইএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনঞ্জন দাস।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
২ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur