চাঁদপুর মতলব দক্ষিন উপজেলায় প্রবাসী স্বামীর সাথে অভিমান করে ঝর্না বেগম নামের এক সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে।
রোববার(২৮ এপ্রিল) রাতে মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাড়ি গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঝরনা বেগম একই উপজেলার কাশিমপুর গ্রামের ওমান প্রবাসী তাফাজ্জল বকাউলের স্ত্রী।
নিহত ঝর্নার পিতা শাহজাহান মুন্সি জানায়, ৫ বছর পূর্বে মতলব দক্ষিন উপজেলার কাশিমপুর গ্রামের বাচ্চু বকাউলের ছেলে তাফাজ্জলের সাথে তার মেয়ের পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের ঘরে খাদিজা নামে ৩ বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে। তার স্বামী ওমান যাবার পর থেকে ঝর্না তার বাপের বাড়িতেই থাকতো। ঘটনার দিন বিকেলে সে মোবাইল ফোনে তার স্বামীর সাথে কথা বলছিলো।
কথা বলার এক ফাঁকে পারিবারিক বিষয় নিয়ে তার স্বামীর সাথে মনোমানিল্য হয়। তার পর পরই সে সকলের অজান্তে কীটনাশক জাতীয় বিষপান করে।
স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। পরে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ৯ টায় তার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তপক্ষ চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করলে থানার এস আই ফজলুর রহমান লাশের সুরুতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়।
প্রতিবেদক:কবির হোসেন মিজি
২৯ এপ্রিল ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur