চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে দেড় কেজি মাংস ক্রয় করে ৪০০ গ্রাম মাংস কম পেলেন এক ক্রেতা। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে হাজীগঞ্জ বাজার হকার্স মার্কেটে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ওই ক্রেতা শাহরাস্তি উপজেলার সোনাচো জমাদ্দার বাড়ির বাসিন্দা। তিনি জানান, বাড়িতে মেহমান আসায় মাংস কিনতে আসি। হাজীগঞ্জ বাজার হকার্স মার্কেটের শুভ গোস্ত ভান্ডার থেকে দেড় কেজি মাংস ৯শ ৫০ টাকা মূল্যে ক্রয় করেন।
পরে নিজের উদ্যোগে অন্য মুদি দোকানে মাংস মেপে দেখেন। ক্রেতা নিজে প্রতিবাদ করলে অন্যান্য ব্যবসায়ীরা তার সাথে প্রতিবাদে অংশ নেয়। এক পর্যায়ে বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কে অবহিত করা হয়।
হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া স্যারের নির্দেশে গতকাল মাংসের দোকান সমুহে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ১.৫ কেজি মাংসে ৪০০ গ্রাম কম দেয়া এবং নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে বিক্রির দায়ে জাহাঙ্গীর আলম নামের একজনকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। বাজার কমিটিকে পৌরসভার সাথে বসে মাংসের মূল্য নির্ধারণ করে মূল্য তালিকা করার পরামর্শ দেয়া হয়। এছাড়াও ফলের দোকানে অতিরিক্ত ওজনের প্যাকেট দিয়ে গ্রাহকদের ঠকানোয় গ্রাহককে টাকা ফেরত দিতে বাধ্য করা হয়।
স্পেশাল করেসপন্ডেট
২৭ এপ্রিল ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur