তিন দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জ বাজারের হকার্স মার্কেটের কাঁচা মালের ব্যবসায়ী হেদায়েত উল্লাহ হেদু (৫০)। তিনি গত ২১ এপ্রিল বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়ে পড়েন। তারপর থেকে মুঠোফোন বন্ধ রয়েছে।
এ বিষয়ে বুধবার(২৪ এপ্রিল) দুপুরে হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং ১১১৮।
নিখোঁজ ডায়েরী করেছেন তার ভাই শুক্কুর আলম গাজী। হেদায়েত উল্লাহ হেদু হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদের মৃত কুরবান আলী গাজীর চতুর্থ ছেলে। তার তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
তার ভাই শুকুর আলম গাজী বলেন, কাউকে কিছু না বলে প্রতিদিনের মতো ওইদিন হেদু ভাই বাজারে আসে। দুপুরের পর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুজি করেছি। কোন আত্মীয় স্বজনের বাড়ীতেও যায়নি।
তিনি আরো বলেন, আমার ভাইয়ের কেউ সন্ধান দিতে পারলে আমরা খুশি হবো। আমাদের সাথে যোগাযোগ করতে ০১৯১৫ ০৮০২৮৯ নম্বরে জানাতে বলা গেল।
স্পেশাল করেসপন্ডেট
২৪ এপ্রিল ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur