মানবতার কল্যানে আসুন সকলে মিলে কাজ করি, অসহায় মানুষের কাছে গিয়ে তাদের খোজখবর নেই। সমাজের অন্যায় অত্যাচার নিমূলে একজন নাগরিক হিসাবে আপনার আমার সকলের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে।
কেননা সরকারের পুলিশ প্রশাসন দিয়ে মাদক, বাল্য বিবাহ, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ রোদ করা সম্ভব নয়। তাইতো নিজের অর্থ সামর্থ্য দিয়ে উপরের কল্যানে দেশের এক প্রান্ত থেকে অন্য পান্ত্রে ঘুরে বেড়ান চাঁদপুর জেলার ফরিদগঞ্জের ডা: এম এ কাদের মোল্লা।
তিনি বর্তমানে কেন্দ্রীয় পরিচালক – আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা কেন্দ্র, সহকারী সম্পাদক-দৈনিক প্রেজেন্ট টাইমস,কেন্দ্রীয় পরিচালক-বাংলাদেশ কনজুমার রাইটস্ ক্রেতা ও ভোক্তা অধিকার,ভাইস-চেয়ারম্যান-ডি এম ফাউন্ডেশন।
এ বিষয়ে ডা. কাদের মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, মানব সেবার উপর মহৎ কাজ আমি মনে করি পৃথিবীতে একটাও নেই। ছোট বেলা থেকে আমি মানুষের সাথে মিশে থাকার চেষ্টা করে আসছি। যে কারনে উচ্চ শিক্ষা গ্রহন করে কোন চাকরি না করে পরিবারের ও নিজের যে টুকু সম্পদ রয়েছে তা থেকে চেষ্টা করি মানুষের পাশে থেকে সেবা করা। এ জন্য আমি সমাজের ও প্রশাসনের সকল শ্রেণীর লোকের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
২৪ এপ্রিল ২০১৯